যে কোন চাকরির পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স ( Bengali Current Affairs MCQ 14th March 2022 ) বিষয়টি ভীষণ গুরুত্ব পূর্ণ । সকল পারথিদের দেশ – বিদেশের সাপ্রতিক ঘটে যাওয়া বিষয় নিয়ে অবগত থাকা ভীষণ জরুরি । আজকে আমরা বাংলাতে সমস্ত সরকারি পরীক্ষার কথা মাথায় রেখে সকলের জন্য সাপ্রতিক কালে ঘটে জাওয়া দেশ বিদেশের খবর একত্রিত করে নিয়ে এসেছি ।
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স | Bengali Current Affairs MCQ 14th March 2022
- ভারতের কোন রাজনৈতিক দল ” গোয়া বিধানসভা নির্বাচন ” এ সর্বাধিক আসন পেয়েছে ?
- বিজেপি ( BJP )
- আম আদমি পার্টি ( AAP )
- কংগ্রেস ( INC )
- বহুজন সমাজ পার্টি ( BSP )
- ভারতের কোন রাজনৈতিক দল ” পাঞ্জাব বিধানসভা নির্বাচন ” এ সর্বাধিক আসন পেয়েছে ?
- বিজেপি ( BJP )
- কংগ্রেস ( INC )
- বহুজন সমাজ পার্টি ( BSP )
- আম আদমি পার্টি ( AAP )
- YOON – SUK-YEOL কোন দেশের পরবর্তী রাস্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ?
- চিন
- ভিয়েতনাম
- দক্ষিণ করিয়া
- মালেশিয়া
- ” WORLD KIDNEY DAY 2022 ” কবে পালিত হয়েছে ?
- ১লা মার্চ
- ৮ম মার্চ
- ১০ম মার্চ
- ১৫য় মার্চ
- ” NOOR 2 ” নামের স্যাটেলাইট সম্প্রতি কোন দেশ সফল ভাবে লঞ্চ করেছে?
- পাকিস্তান
- ইরাক
- তুর্কি
- ইরান
- “Janaushadhi Diwas 2022 ” এর থিম কি ছিল ?
- Seva Bhi – Rozgar bhi
- Ayushman Bharat, Swastha Samaj
- Achi Dawa, Sasti Dawa
- Jan Aushadhi-Jan Upyogi
- ভারতের কোন রাজ্য “Kaushalya Matritva Yojana” লঞ্চ করেছে?
- ছত্তিশ গড়
- উত্তর প্রদেশ
- দিল্লি
- বিহার
- সম্প্রতি প্রকাশিত, ICC Test Rankings -এ কোন ক্রিকেটার অলরাউন্ডার -এর তালিকায় শীর্ষে রয়েছে ?
- সাকিব আল হাসান
- রবিন্দ্র জাডেজা
- জেসন হোল্ডার
- বেন স্টক
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স | Bengali Current Affairs MCQ 14th March 2022
উত্তর গুলি দেখুন :
- ( A ) বিজেপি । গোয়া বিধানসভার মোট ৪০ টি আসনের মধ্যে বিজেপি ২০ টি আসন পেয়েছেন ।
- ( D ) আম আদমি পার্টি ( AAP ) । পাঞ্জাব বিধানসভার ১১৭ টি আসনের ৯2 টি আসনে জয়লাভ করেছে আম আদমি পার্টি ( AAP )।
- ( C ) দক্ষিণ করিয়া । South Korean presidential election 2022 এ জয় লাভ করেন YOON – SUK-YEOL এবং দেশের পরবর্তী রাস্ট্রপতি হিসেবে নির্বাচিত হন ।
- ( C ) ১০ম মার্চ । প্রতি বছর মার্চ মাসের দ্বিতীয় বৃহস্পতিবার WORLD KIDNEY DAY হিসেবে পালন করা হয় ।
- ( D ) ইরান ।
- ( D ) Jan Aushadhi-Jan Upyogi ।
- (A ) ছত্তিশ গড় ।
- ( B ) রবিন্দ্র জাডেজা ।
আরও পড়ুন
১০ম শ্রেনি পাশে গ্রুপ ডি পদে নিয়োগ | Resham Bandhu Group-D Recruitment 2022
মাধ্যমিক পাশে WB Health Deparment এ সরকারি চাকরি ২০২২ | West Bengal Govt Job 2022
West Bengal Government School এ Group-C এবং Group-D Job Vacancy
মহিলা সমৃদ্ধি যোজনা কি ? | What is Mahila Samriddhi Yojana 2022 ?