JEE Main 2022 : ইতিমধ্যেই ন্যাশনাল টেস্টিং এজেন্সি ( NTA ) JEE MAIN 2022 এর সেশন১ এবং সেশন ২ এর পরীক্ষার সময় পরিবর্তন করে নতুন সময়সূচি জারী করেছেন । পরীক্ষার নতুন তারিখ অফিশিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে । এইবার আরো একটি নতুন আপডেট নিয়ে আমরা আপনাদের সামনে এলাম JEE MAIN 2022 পরীক্ষার্থীদের জন্য NTA তাদের কারেকশন উইন্ডো ( NTA correction window ) খুলছে।
পরীক্ষার নাম | JEE MAIN 2022 |
অফিসিয়াল ওয়েবসাইট | https://nta.ac.in/ |
পরীক্ষার শুরু | বিশদে দেখুন |
যে সমস্ত পরীক্ষার্থী JEE MAIN 2022 পরীক্ষায় বসার জন্য আবেদন পত্র পূরণ করেছেন তাদের জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি ( NTA ) একটি সংশোধন করার সুযোগ দিচ্ছেন অর্থাৎ যদি কোন পরীক্ষার্থী আবেদন করার সময় আবেদন পত্রে কোনো রকম ভুল করে থাকে তাহলে তা এই কারেকশন উইন্ডোর ( correction window) মাধ্যমে খুব সহজেই সংশোধন করতে পারবে। যে সমস্ত পরীক্ষার্থী এই সংশোধনের সুযোগ নিতে চান তারা অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন।
যারা প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণ করছেন সেই সমস্ত পরীক্ষার্থীরা অবশ্যই মনে রাখবেন এই সংশোধনী রুটিন ৮ এপ্রিল রাত্রি ৯টা পর্যন্ত খোলা থাকবে। যারা এই সংশোধন প্রক্রিয়া কাজে লাগাতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ করতে ভুলবেননা। সংশোধনের কিছু ক্ষেত্রে আবেদনকারীকে অতিরিক্ত ফি জমা করতে হতে পারে সে ক্ষেত্রে পার্থী ক্রেডিট / ডেবিট কার্ড , নেট ব্যাংকিং , UPI এবং PAYTM বেবহার করে পরিশোধ করতে পারে ।
নির্দেশিকায় আরো জানানো হয়েছে পার্থীকে খুব সাবধানে এই সংশোধন করতে হবে কারণ এর পরে তারা আর কোনো ধরনের সুযোগ পাবে না সংশোধন করার। এই পক্রিয়া চলাকালীন যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে পার্থী সরাসরি ০১১-৪০৭৫৯০০০ এ ফোন করে অথবা [email protected] ইমেল এ যোগাযোগ করতে পারবেন ।
JEE MAIN 2022 এর ভুল তথ্য কিভাবে সংশোধন করবেন ?
- প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে ( Jermain.nta.nic.in ) প্রবেশ করতে হবে ।
- হোমপেজে থাকা ” correction for session 1 of JEE ( Main ) 2022 ” লেখার উপর আপনাকে ক্লিক করতে হবে ।
- সঠিক তথ্য দিয়ে লগইন করতে হবে এবং প্রয়োজনীয় পরিবর্তন করতে হবে।
- প্রয়োজনীয় পরিবর্তনটি করা হলে সেভ এন্ড সাবমিট এ ক্লিক করতে হবে ।
অফিসিয়াল নির্দেশিকা দেখুন : Download Official Notice
আরও পড়ুন :
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স | Bengali Current Affairs MCQ 14th March 2022
১০ম শ্রেনি পাশে গ্রুপ ডি পদে নিয়োগ | Resham Bandhu Group-D Recruitment 2022
মাধ্যমিক পাশে WB Health Deparment এ সরকারি চাকরি ২০২২ | West Bengal Govt Job 2022