পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীদের জন্য সুখবর। আমরা আজকে আপনাদের জন্য আরো একবার নিয়ে এলাম পশ্চিমবঙ্গের সরকারি চাকরির আপডেট। রাজ্যের মুখ্যমন্ত্রী বেকারত্ব দূরীকরণের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আরো একবার পশ্চিমবঙ্গ সরকার সরকারি চাকরির সুযোগ নিয়ে হাজির হল। এইবার আপনি নিজের এলাকায় বসেই সরকারি চাকরি করতে পারবেন। পশ্চিমবঙ্গের সকল জনগণের জন্য কৃষি বিকাশ যোজনা ( KRISHI VIKAS YOJANA ) তে সরাসরি চাকুরীর আবেদন পত্র গ্রহণের কাজ শুরু হয়েছে । পশ্চিমবঙ্গের বেশকিছু জেলায় এই নিয়োগ এর আগেও করা হয়েছিল ( RESHAM BANDHU ) তবে এই বার আরো কিছু জায়গাতে আবারও নিয়োগ করছে রাজ্য সরকার । কোন কোন পদের এই নিয়োগ হবে এবং কবে নিয়োগ হবে সে সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
পদের নাম | রেশম বন্ধু ( RESHAM BANDHU ) |
চাকরির ধরন | সরকারি |
রাজের নাম | পশ্চিমবঙ্গ |
আবেদন শুরুর তারিখ | ১১.০৩.২০২২ |
আবেদন শেষ তারিখ | ২১.০৩.২০২২ |
আবেদন মূল্য | শূন্য |
চাকরির বিজ্ঞপ্তি | PDF DOWNLOAD |
অফিসিয়াল ওয়েবসাইট | http://nadia.gov.in/ |
রেশম বন্ধু পদে কিভাবে আবেদন করবেন ? Resham Bandhu Group-D Recruitment 2022
পদের নাম – রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা ( Rashtriya Krishi Vikas Yojana ) এর অধীনে নিয়োগ হবে ‘ রেশম বন্ধু ‘ পদে ।
শিক্ষাগত যোগ্যতা – আবেদনকারীকে সর্বনিম্ন মাধ্যমিক পাশ এবং সাথে আই এস ডি এস (ISDS) / রেশম চাষের প্রশিক্ষন থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা :
- প্রার্থীর বয়স ০১/০১/২০২২ অনুসারে সর্বনিন্ম ২৫ বছর এবং সর্বোচ্চ বছর ৪৫ হতে হবে।
- পার্থীকে স্থানীয় রেশম চাষ হতে হবে যার পরিচয় পত্র হিসেবে আধার কার্ড অথবা ভোটার কার্ড রয়েছে।
- রেশম চাষ এলাকায় সহজে যাতায়াত ও যোগাযোগ করার জন্য সাইকেল , স্মার্ট ফোন থাকতে হবে ।
- আবেদনকারীর নামে নিজস্ব যেকোনো রাষ্ট্রায়াত্ত সরকারি ব্যাংকে সেভিংস একাউন্ট থাকতে হবে।
নিয়গ পদ্ধতি – আবেদন পত্রের সাথে প্রয়োজনীয় নথিপত্রগুলো প্রথমে যাচাই করা হবে এরপর যোগ্য ব্যক্তিদের মধ্যে ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউ উত্তীর্ণ ব্যক্তিদের নিয়োগ হবে।
বেতন – মাসে 5000 টাকা বেতন দেওয়া হবে ।
দায়িত্ব প্রকৃতি –
- রেশম চাষ / শিল্পের প্রচার ও প্রসারে সক্রিয় ভূমিকা গ্রহণ এবং রেশম চাষের সব সময় অনুপ্রাণিত করা।
- তুত পালন , বিজগুটি উৎপাদন , গুটি বাজারজাত করন , প্রশিক্ষণ , পরিশোধন সহ সমস্ত কাজে রেশম চাষীদের অথবা স্বনির্ভর গোষ্ঠী কে সাহায্য করা এবং অন্যান্য তথ্য সংগ্রহ করা।
- টি.এস.সি / জেলা থেকে কার্যালয়ের বিভিন্ন প্রকল্প ও প্রযুক্তির ধারণ / তথ্য সকল রেশম চাষে অথবা স্বনির্ভর গোষ্ঠী দের কাছে পৌঁছে দেওয়া।
প্রয়োজনীয় নথি –
- আধার কার্ড।
- ভোটার কার্ড।
- মাধ্যমিক পাশের মার্কশিট / শংসাপত্র।
- মাধ্যমিক এডমিট কার্ড ( বয়সের প্রমাণপত্র )
- জাতি শংসাপত্র ( তপশীল জাতি / উপজাতি )
- সেরিকালচার প্রশিক্ষণের প্রমাণপত্র । ( যদি থাকে )
- রেশম চাষ পরিবর্ভুক্ত জেলা শংসাপত্র ।( রেশম দপ্তরে আধিকারিক কর্তৃক প্রদত্ত )
রেশম বন্ধু পদে আবেদন পত্র কথায় জমা করবেন করবেন ? Resham Bandhu Group-D Recruitment 2022
আবেদনকারীকে রেশম বন্ধু ( Resham Bandhu ) প্রকল্প তে আবেদন করার জন্য আবেদনপত্রটি রেশম শিল্প কার্যালয়, টি. এস.সি বেথুয়া ডহরি / উপঅধিকর্তা, রেশম শিল্প, কৃষ্ণনগর, নদীয়া কার্যালয় থেকে গ্রহণ করতে হবে। ( নোটিশটি ডাউনলোড করার লিংক নিচে দেওয়া রইল ) । আবেদনপত্রটি জমা দেয়ার সময়সীমা হলো ১১.০৩.২০২২ থেকে ২১.০৩.২০২২ পর্যন্ত সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
আবেদনকারী পূরণ করার ফরম এবং সমস্ত তথ্যের জেরক্স একটি মুখ বন্ধ খামে ভরে স্পিড পোস্ট / কুরিয়ার সার্ভিসের মাধ্যমে উপ অধিকর্তা , রেশম শিল্প, রেশম ভবন, বনশ্রী পাড়া লেন , কৃষ্ণনগর , নদীয়া পিন – ৭৪১১০১ দপ্তর এর কার্যালয় শেষ তারিখ বিকাল ৪ টার আগে জমা করতে হবে।
নিয়োগ স্থান : কালিগঞ্জ ব্লক ।
অন্যান্য চাকরির খবর দেখুন :
মাধ্যমিক পাশে WB Health Deparment এ সরকারি চাকরি ২০২২ | West Bengal Govt Job 2022
West Bengal Government School এ Group-C এবং Group-D Job Vacancy