পশ্চিমবঙ্গের সরকারি চাকরি প্রার্থীদের জন্য রইলো বড়ো এক সুখবর । এইবার এইবার স্বাস্থ্য দপ্তরে মাধ্যমিক পাশে সরকারি চাকরির সুবিধা ( West Bengal Govt Job 2022 ) । যারা সরকারি চাকরি করবেন বলে প্রস্তুত হচ্ছেন তাদের এই বার রাজ্য সরকারের সাস্থ্য দপ্তরের অধীনে চাকরির বিশাল সুযোগ। এইবার রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের অধীনে বিভিন্ন জেলার উপ-স্বাস্থ্য কেন্দ্রগুলোতে নিয়োগ করা হতে চলেছে অনেক আশা কর্মী। আর এই আশা কর্মী পদে এইবার আপনি চাকরি পেতে পারেন শুধুমাত্র মাধ্যমিক পাস করেই। এই রকমই একটি চাকরির আবেদন বেরিয়েছে বাঁকুড়া জেলার মানুষদের জন্য । আপনি যদি বাঁকুড়া জেলায় থেকে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন ।
চাকরির নাম | আশা কর্মী |
চাকরির ধরন | সরকারি |
আবেদন পধতি | অফলাইন |
আবেদন শুরুর তারিখ | ২৩.০২.২০২২ |
আবেদনের শেষ তারিখ | ০৪.০৩.২০২২ |
অফিসিয়াল ওয়েবসাইট | www.wbhealth.gov.in |
আশা কর্মী পদে আবেদনের জন্য কি শর্তাবলী মানতে হবে ? | West Bengal Govt Job 2022 | WB Health Deparment
- কেবলমাত্র বিবাহিত/বিধবা/ বিবাহ বিচ্ছিন্ন মহিলারা ( আদালতের প্রমাণ সহ ) আবেদন করতে পারবেন।
- আগ্রহী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট / স্থানের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আবেদনকারীর বয়স 30 থেকে সর্বোচ্চ 40 ( ০১.০১.২০২২ তারিখ অনুযায়ী ) বছরের মধ্যে হতে হবে । আবেদনকারী যদি SC / ST হয় তাহলে পার্থির বয়স ওই তারিখ অনুযায়ী 22 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
- গ্রেট ওয়ান এবং গ্রেট 24 এর সদস্যা , প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী এবং লিংক ওয়ার্করগন সকলেই বিভাগীয় শংসাপত্র দাখিল করলে অগ্রাধিকার বিবেচনায় যোগ্য হবেন।
- আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু অনুত্তীর্ণ প্রার্থীরাও আবেদনকারী হিসেবে বিবেচিত হবেন সে ক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষায় মোট প্রাপ্ত নম্বর বিবেচিত করা হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা প্রার্থীদের উচ্চশিক্ষার কোন মূল্যায়ন বিবেচনার সুবিধা থাকবে না।
WB Health Deparment আবেদন করতে কি কি ডকুমেনটস লাগবে ? | West Bengal Govt Job 2022
- জন্ম তারিখ এর শংসাপত্র বা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার এডমিট কার্ড।
- এলাকার বাসিন্দা প্রমান পত্রের জন্য ভোটার কার্ড অথবা রেশন কার্ড।
- উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত শংসাপত্র ( SC / ST দের জন্য শুধুমাত্র )
- মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট জেরক্স।
- আবেদনকারীর স্বাক্ষর সহ ২টি কপি পাসপোর্ট সাইজ ফটো। ( আবেদনপত্রের ছবিতে সামনে নিচের দিকে আড়াআড়ি এবং অন্য ছবিতে পেছনের দিকে আড়াআড়ি স্বাক্ষর করতে হবে। )
- উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া গ্রেট ওয়ান এবং মৃত্যু স্বনির্ভর গোষ্ঠীর সদস্য / প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী এবং লিংক ওয়ার্কার প্রমাণপত্র । ( যদি থাকে )
- উপরিউক্ত শর্তপূরণ কারী প্রার্থীদের ইন্টারভিউ এর তারিখ সময় ও স্থান উল্লেখিত পত্রের মাধ্যমে যোগ্য প্রার্থীদের পরবর্তীকালে দেওয়া হবে।
- অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন খারিজ হবে এবং পরবর্তী সময় আবেদন করা যাবেনা।
- আবেদন জমা করতে হবে বিডিও অফিসের ডাকবাক্সে।
- আবেদনপত্র জমা দেওয়ার তারিখ ২৩.০২.২০২২ থেকে ০৪.০৩.২০২২ বিকাল ৫:০০ টা পর্যন্ত।
বাঁকুড়া জেলার কোন কোন ব্লকে এই নিয়োগ হবে জানতে এখানে ক্লিক করুন : PDF DOWNLOAD
আবেদন পত্রটি ডাউনলোড করুন : PDF DOWNLOAD